Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ১০

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১০:৩৪ | আপডেট: ১৮ মে ২০২৫ ১২:৩৮

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আজ দশম স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। রোববার (১৮ মে) সকাল ৯টা ৩ মিনিটে ১১৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।

বাহরাইনের মানামা, কাতারের দোহা ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৪৩, ২৩০ ও ২০৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

যখন বায়ুকণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সেটা বেড়ে ২০১ থেকে ৩০০ এর মধ্যে চলে এলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছায়। এতে বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/এফএন/এমপি

অস্বাস্থ্যকর দূষিত বাতাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর