Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫ ১১:০৮ | আপডেট: ১৮ মে ২০২৫ ১২:৩৭

গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় ইসরায়েলি হামলা। ফাইল ছবি

ইসরায়েলি সেনাবাহিনী গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় তিন লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে।

রোববার (১৮ মে) বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়, গাজার সরকারি মিডিয়া অফিস থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস থেকে শনিবার (১৭ মে) দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, উত্তর গাজা গভর্নরেটে গত দুই দিনে ইসরায়েলি হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন, যা তাদের মতে গণহত্যার অংশ।

মিডিয়া অফিস আরও উল্লেখ করেছে, ইসরায়েলি সেনারা ওই এলাকায় এক হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে। একইসঙ্গে তিন লক্ষাধিক বাসিন্দাকে গাজা শহরে যেতে বাধ্য করা হয়েছে, যেখানে তাদের আশ্রয়ের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই।

ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিচ্ছে, যার ফলে প্রায় ১৪০ জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে তারা উল্লেখ করে।

এ ছাড়াও ইসরায়েলি ড্রোন উত্তর গাজার জাবালিয়ার তেল আল-জাতার এলাকা, বাইত লাহিয়া শহর ও এর আশপাশের শরণার্থী শিবিরে স্থাপন করা শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে। গাজার মিডিয়া অফিস এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও সমর্থনকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছে।

গাজা শহরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে আশ্রয়কেন্দ্র ও তাঁবুর অভাবে হাজার হাজার পরিবার রাস্তায় বসবাস করছে, বিশেষ করে আল-জালাআ স্ট্রিট ও আল-সাফতাউই এলাকায়। খাদ্য, পানি ও ওষুধের অভাব এবং একটানা অবরোধ ও বিমান হামলার মধ্যে তারা চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলা ফিলিস্তিনি নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর