Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১০:৩৩ | আপডেট: ১৮ মে ২০২৫ ১১:২৪

গ্রেফতার খোকন।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে খোকন (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাত ১১টার দিকে সুন্দরপুর টুকুন গাজী পালোয়ান বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোকন ওই বাড়ির আলী আজ্জমের ছেলে।

পুলিশ জানায়, চাটখিল পৌর এলাকার টুকুন গাজী পালোয়ান বাড়ির খোকনের ঘরে মাদকদ্রব্য বেচা-কেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে তার বসত ঘরে অভিযান চালায় পুলিশ। পরে ওই ঘর থেকে খোকনকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশিকুর রহমান জানান, খোকনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা আছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/ইআ

নোয়াখালী হত্যা মামলার আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর