Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনল্যান্ডের আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫ ১১:৩১ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৩:০৪

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে।

এএফপির বরাতে পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে বলেন, ইউরা বিমানবন্দরের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সেখানে একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন ছিল বলে জানা গেছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ইলতালেহতি আন্তি মারজানেন নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

তিনি জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে গেছে। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি।

সারাবাংলা/এমপি

নিহত ফিনল্যান্ড হেলিকপ্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর