অনেক স্বপ্ন নিয়েই ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে এসেছিলেন তিনি। টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে আসা হ্যারি কেইনের প্রথম মৌসুমটা ভালো কাটেনি। নিজের দ্বিতীয় মৌসুমে এসে অবশেষে সাফল্যের মুখ দেখেছেন তিনি। নিজের ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের মৌসুমটা রেকর্ড গড়েই শেষ করলেন কেইন। টানা দ্বিতীয় মৌসুমে জার্মান বুন্দেসলিগার শীর্ষ গোলদাতা হয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
জার্মান বুন্দেসলিগার শিরোপা বায়ার্নের ঘরে উঠেছিল গত সপ্তাহেই। মৌসুমের শেষ ম্যাচে হফেনহেইমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই মৌসুমের ইতি টেনেছে জার্মান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে গোল পেয়েছেন কেইন।
বুন্দেসলিগায় এই মৌসুমে কেইনের মোট গোলসংখ্যা ২৬, ম্যাচ খেলেছেন ৩১টি। গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্টও আছে কেইনের। গোলের দিক দিয়ে তার পরেই আছেন ডর্টমুন্ডের গুইরাসি, তিনি করেছেন ২১ গোল। মৌসুমের শেষ ম্যাচেই তাই কেইনের হাতে তুলে দেওয়া হয়েছে শীর্ষ গোলদাতার পুরস্কার।
গত মৌসুমেও শীর্ষ গোলদাতার পুরস্কার উঠেছিল কেইনের হাতে। সেবার ৩৬ গোল করেছিলেন তিনি। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নিজের প্রথম দুই মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়লেন কেইন।
৩৪ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে বায়ার্ন। বায়ার্ন ও কেইনের পরবর্তী মিশন আগামী জুনে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ।