Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী শুনানি ১ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১১:৩৯ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৩:৫৮

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার মানক্রম নিয়ে আপিল বিভাগে শুনানি পিছিয়ে ১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৮ মে) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এদিন সকালে এ সংক্রান্ত আপিল শুনানি শুরু হয়। কিন্তু প্রস্তুতির জন্য আরও সময় চেয়ে আবেদন করেন মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবী। পরে শুনানি ১ জুলাই পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।

রুলস অব বিজনেস অনুযায়ী ১৯৮৬ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির অনুমোদনের পর একই বছরের ১১ সেপ্টেম্বর তা জারি করা হয়। পরে বিভিন্ন সময়ে সংশোধন করা হয়। তবে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির ক্ষেত্রে সাংবিধানিক পদ, সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচের ক্রমিকে রাখা হয়েছে বলে প্রশ্ন তোলা হয়। পরে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে ২০০৬ সালে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. আতাউর রহমান।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি আট দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে ২০১১ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১১ জানুয়ারি রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সারাবাংলা/আরএম/এমপি

বিচারপতি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর