Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতো: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫ ১২:০২ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৪:০৪

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ দেশের সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা ঠিক সেই পরিণতির সম্মুখীন হবে, যেটি হয়েছে ভারতীয় বিমানবাহিনীর।

শনিবার (১৭ মে) পাকিস্তানের সিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন। খবর দ্য ট্রিবিউন এক্সপ্রেসের।

খাজা মুহাম্মদ আসিফ বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে সংঘর্ষের পর পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আগে জাতির মধ্যে ভাঙন ছিল, কিন্তু এখন সবাই ঐকবদ্ধ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি বলেন, ১০ মে আমাদের সাহসী সেনাবাহিনী শত্রুকে দৃঢ় জবাব দিয়েছে। তখন আমাদের নেতৃত্ব ছিল পূর্ণ আত্মবিশ্বাস ও বিশ্বাসে ভরপুর। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বেসামরিক নেতৃত্বও সেনাবাহিনীর আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন,মাতৃভূমির রক্ষায় পাকিস্তান শেষ সীমা পর্যন্ত যাবে। পাকিস্তানের জনগণ তাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে। ভারতের আগ্রাসন এলে জাতিকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে।

ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর পেছনে সক্রিয়ভাবে জড়িত। তারা তাদের এজেন্টদের মাধ্যমে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এখন আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে, তাদের পরিণতি হবে ভারতের বিমানবাহিনীর মতোই।

এ ছাড়া ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের সময় ভারতের ১০টি যুদ্ধবিমান পাকিস্তান বিমানবাহিনীর নজরে ছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

খাজা মুহাম্মদ আসিফ পাকিস্তান ভারত-পাকিস্তান সংঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর