Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মাস পর ক্রিকেটে ফিরেই অ্যান্ডারসনের দাপট

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫ ১২:৫১

দীর্ঘদিন পর মাঠে নেমেই উইকেট পেলেন অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন গত বছরের জুলাইয়ে। এরপর আর বল হাতে মাঠে নামা হয়নি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। অবশেষে দীর্ঘ ১০ মাস পর বল হাতে দেখা গেল অ্যান্ডারসনকে। ল্যাংকাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে নেমে নিজের প্রথম স্পেলেই দুই উইকেট নিয়েছেন তিনি।

৭০৪ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ৪২ বছর বয়সী অ্যান্ডারসন। জাতীয় দলকে বিদায় বললেও ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাননি তিনি, জায়গা হয়নি দা হান্ড্রেড লিগেও। বছরের শেষে গিয়ে কাউন্টি ক্রিকেট দল ল্যাংকাশায়ারের সঙ্গে চুক্তি করেন অ্যান্ডারসন।

বিজ্ঞাপন

পায়ের পেশির ইনজুরির কারণে এই বছরের শুরু থেকেই কাউন্টি ক্রিকেটে নামা নামা হয়নি। শেষ পর্যন্ত ল্যাংকাশায়ারের হয়ে মাঠে নামলেন অ্যান্ডারসন।

ডার্বিশায়ারের বিপক্ষে প্রথমে ব্যাটিং করেছিল ল্যাংকাশায়ার। ১১ নম্বরে নেমে ৪ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন। বল হাতে নিজের প্রথম স্পেলে পাঁচ ওভার বোলিং করেই দুই উইকেট তুলেন নেন তিনি।

সব ফরম্যাট মিলিয়ে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা এখন ১৫২৭। সবকিছু ঠিকঠাক থাকলে ল্যাংকাশায়ারের হয়ে এবারের মৌসুমে টি-২০ ব্লাস্টেও দেখা যাবে অ্যান্ডারসনকে। সেটা হলে ১২ বছর পর এই ফরম্যাটে মাঠে নামবেন তিনি।

সারাবাংলা/এফএম

কাউন্টি ক্রিকেট জেমস অ্যান্ডারসন ল্যাংকাশায়ার