Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সেজন্য আল্লাহর কাছে ধরণা দিতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১২:৩৫

নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা।

নীলফামারী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই আমাদের সবসময় আল্লাহর কাছে ধরণা দিতে হবে।’

রোববার (১৮ মে) সকাল ৬টায় নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

সভায় অধ্যাপক মুজিবুর রহমান জেলা ছাত্র, শ্রমিক ও জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচনী আসনে সংগঠনের কাজ সঠিকভাবে পরিচালনা করতে হবে। প্রত্যেক ভোটারকে একজন ভোটকর্মী হিসেবে গড়ে তুলতে হবে আর এতে ছাত্রদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গরিব, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে খাওয়ানোর সময় অন্তত একজন গরিব মানুষকে সঙ্গে নিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘নীলফামারী জেলা জামায়াত একটি জনসম্পৃক্ত অঞ্চল। আগামী নির্বাচনে এই জেলার সব আসনে ভালো ফলাফলের প্রত্যাশা করছি।’

সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান নীলফামারী জেলা জামায়াত