Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনার আটপাড়ায় বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১২:৪২

আটপাড়া বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আলহাজ্ব মো. মাছুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

নেত্রকোনা: ১৭ বছর পর শনিবার (১৭ মে) দিনব্যাপী নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে আলহাজ্ব মো. মাছুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৮ সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি হলেও আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এবার উৎসবমুখর পরিবেশে সম্মেলন করেছে দলটির নেতা-কর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মাছুম চৌধুরী (ছাতা), খায়রুল কবীর তালুকদার (চেয়ার), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (মাছ), খসরু আহমেদ (তালা) ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল (ফুটবল) প্রতীকে।

সারাবাংলা/এসডব্লিউ

আটপাড়া উপজেলা বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন