Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎আরপিসিএলে চাকরির সুযোগ ‎

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৩:৫০

ঢাকা: রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এ ‘ম্যানেজিং ডিরেক্টর (এমডি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদের জন্য নির্ধারিত বেতন ১,৭৫,০০০ টাকা। আগ্রহী প্রার্থীরা মে মাসের ২৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর (এমডি)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: ১,৭৫,০০০ টাকা

অন্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন অন্যান্য সুবিধা।

‎প্রার্থীর বয়স: ৫০-৬২ বছর (২৮ মে ২০২৫ তারিখে)

বিজ্ঞাপন

আবেদন পাঠানোর ঠিকানা:

‎এইচআর অ্যান্ড অ্যাডমিন/কোম্পানি সেক্রেটারি ডিপার্টমেন্ট, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), এশিয়ান টাওয়ার (৫ম তলা), প্লট # ৫২, রোড # ২১, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ তারিখ:
‎প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র আগামী ২৮ মে তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত
‎https://rpcl.gov.bd/sites/default/files/files/rpcl.portal.gov.bd/job_information/3526df5e_b0ae_411b_9833_6d12999849e8/2025-05-14-06-45-ca088677cdb990909cd67322f42662a6.jpeg এই ঠিকানায় জানা যাবে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

নিয়োগ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)