Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় নিয়ে শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৪:০০ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:৫৮

ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলায় সজিব ব্যাপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড।

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলায় সজিব ব্যাপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৮ মে) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম জানান, আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই সন্তানকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন ভুক্তভোগীর বাবা। ২০২০ সালের ৫ মে তার বাবা রিকশা নিয়ে বের হয়ে যান। অন্যের বাসায় কাজে যান তার মা। দুপুর ১২টার দিকে তাকে ও তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে নিজের বাসায় নিয়ে যান সজিব। পরে শিশুটিকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে কান্নাকাটি করলে দুজনকে বাসা থেকে বের করে দেন তিনি। বিষয়টি মাকে জানায় ভুক্তভোগী শিশুটি।

এ ঘটনায় ওই বছরের ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এছাড়া ওইদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। মামলার পর সজিবকে গ্রেফতার করে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই সঞ্জয় মালো।

সারাবাংলা/আরএম/এমপি

আদালত ধর্ষণ মামলা শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর