ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ থানা ফের ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৮ মে) দুপুর ১২টার পর রাজধানী শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মারুফা বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টার পর থানার গেটের সামনে অবস্থান নেয়। সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে।
এর আগে, গত শুক্রবার এ হত্যাকাণ্ডের ‘প্রকৃত’ আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রায় দেড় ঘণ্টা থানা ঘেরাও করে রাখেন। পরে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পর তারা সরে যান। তাদের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ।
গত ১৩ মে গভীর রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রমনা কালীমন্দিরের সামনে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য।
এদিকে, সাম্যর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও মো. পলাশ সরদার (৩০)।