Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতে বরাদ্দ কমিয়ে শিল্পে বাড়ানো হচ্ছে গ্যাসের সরবরাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৪:২৩ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:৫৬

ঢাকা: ভরা গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিতে গিয়ে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে দেশের শিল্প খাত। উৎপাদন কমিয়েও কারখানা চালু রাখতে পারছেনা শিল্প মালিকরা। এই পরিস্থিতিতে সরকারকে গ্যাস সরবরাহের অনুরোধ করেন তারা। এরই পরিপ্রেক্ষিতে কয়েক দফা বৈঠক শেষে বিদ্যুতে সরবরাহ কমিয়ে শিল্পখাতে বাড়ানোর উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। সম্প্রতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মুহম্মদ রুবায়েত খানের সই করা ওই চিঠিতে বলা হয় চলতি বছরের জুন মাস থেকে বিদ্যুৎ খাতের বরাদ্দ কমিয়ে ১৫০ এমএমসিএফডি গ্যাস শিল্প খাতে দেওয়া হবে। মে থেকে আগস্ট ২০২৫ সময়ের পূর্ব পরিকল্পনার তুলনায় চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হবে, যা শিল্পখাতে আরও ১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ বাড়াবে।

অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে অভিযানের জন্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধি, পেট্রোবাংলা এবং গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আর্মি ও আনসার সহযোগীদের যৌথ অভিযান পরিচালনা করা হবে।

চিঠিতে আরও বলা হয়, অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে মনিটরিং ও যৌথ অভিযান পরিচালনার সুবিধায় তিতাসের কার্যালয়ে একটি হটলাইন নম্বর চালু করা হবে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

গ্যাসের সরবরাহ বিদ্যুৎ শিল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর