Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫ ১৪:৫৪ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:৫৫

মেক্সিকান নৌ বাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে অন্তত দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন, নিউ ইয়র্ক সিটি মেয়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে পালতোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায় বলে জানান দেশটির মেয়র এরিক অ্যাডামস।

মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজটিতে ২৭৭ জন লোক ছিল, এবং এটি নিউ ইয়র্কে সফরে এসেছিল।

ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়।

খবরে বলা হয়েছে, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের ওপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে (এক্স-এ) লিখেছেন- ‘এখন পর্যন্ত, জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুই জনের অবস্থা সংকটাপন্ন এবং আরও দুই জন দুঃখজনকভাবে মারা গেছেন।’

নিউ ইয়র্কের মেয়র এর আগে বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

এর আগে মেক্সিকোর নৌবাহিনী জানায়, আহতের সংখ্যা ২২ জন। তারা নিশ্চিত করে, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

নিউইয়র্ক কোস্ট গার্ড জানায়, কুয়াউথেমক নামের জাহাজটির দুটি মাস্তুলের উপরের অংশ ভেঙে গেছে এবং জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিউইয়র্ক পুলিশ বিভাগের অপারেশন প্রধান জানান, ‘যান্ত্রিক ত্রুটি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাহাজটি ব্রিজের একটি স্তম্ভে ধাক্কা খায়।

অনেক মানুষ জাহাজটির গতিপথ পর্যবেক্ষণ করছিলেন। যখন জাহাজটি সেতুর একদম কাছাকাছি চলে আসে এবং মাস্তুলগুলো সেতুতে ধাক্কা খায় তখন সাধারণ মানুষ পানির কাছ থেকে সরে যান।

গত ৬ এপ্রিল মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে, আর জাহাজে ছিল ২৭৭ জন। এর শেষ গন্তব্য ছিল আইসল্যান্ড।

সারাবাংলা/এমপি

জাহাজ নিউইয়র্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর