Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশকে নিরপেক্ষ থেকে জনসেবায় কাজ করার নির্দেশনা ডিএমপি কমিশনারের

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৫:০৫ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:৫৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাত আলী।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মানুষের সেবায় প্রতিটি কাজ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতে হবে। যে কোনও পরিস্থিতি দৃঢ় মনোবল নিয়ে নিরপেক্ষ থেকে নিজেকে সম্পূর্ণরূপে জনসেবায় নিয়োজিত করতে হবে।

রোববার (১৮ মে) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, জনগণের কল্যাণে ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও বাড়াতে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ডিএমপিকে আরও আধুনিক, গতিশীল এবং জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন।

প্যারেডে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, মাস্টার প্যারেডের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অফিসার ও ফোর্সদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা পরিপন্থি এবং আইন ও বিধির বাইরে কোন কাজ করার সুযোগ নেই।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ যুগ্ম পুলিশ কমিশনারসহ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মো. সাজ্জাদ আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর