Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৫:১৫

সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।

নাটোর: জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় সদর উপজেলার খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করলে ভুক্তভোগীর স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি রাজশাহীতে ব্যবসায়ীক কাজে গিয়েছিলাম। সেখানে দুইটা হায়েস গাড়িতে আমাকে জোরপূর্বক ধরে নাটোরের আমিরগঞ্জ বাজারে নিয়ে আসেন নাটোরের বিএনপি কর্মী সজীব, শাহীন, রব মিয়াসহ আরও অনেকে। এখানে এনে আমাকে ইচ্ছা মতো মারধর এবং কুপিয়ে জখম করে। আমাকে বাঁচাতে কাউকে এগিয়ে আসতে দেয়নি।’

এ বিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাটোর আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সুব্রত বলেন, ‘রাতে মামুন নামের রোগীকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হেড ইনজুরিসহ পায়ের দুই জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যেই স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করে। এরপর তার স্বজনরা তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসডব্লিউ

কুপিয়ে জখম সাবেক ছাত্রলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর