Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর মামলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৫:৩৭

নোয়াখালীর সাংবাদিকদের মানববন্ধন।

নোয়াখালী: দৈনিক সফল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিয়াকত আলী খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন করেছেন নোয়াখালীর সাংবাদিকরা।

রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

মানববন্ধনে সাপ্তাহিক চলতি ধারা পত্রিকার সম্পাদক এম.বি আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক পত্রিকার নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউছুফ, দৈনিক সংগ্রাম পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগসহ প্রমূখ।

বক্তারা বলেন, জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে সমবায় ব্যাংক মার্কেটে থাকা সফল বার্তার নিজস্ব কার্যালয়ে তালা মেরে তা দখল করেন বিএনপি নেতা আপেল। এ নিয়ে সফল বার্তায় সংবাদ প্রচারিত হলে আপেল ক্ষুব্ধ হয়ে পত্রিকার সম্পাদক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর মামলা দায়ের করেন। এমন মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহার ও বিএনপি নেতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সারাবাংলা/এসডব্লিউ

নোয়াখালীর সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা