Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের সামনে অবস্থান কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৫:৫৩

‘চট্টগ্রাম সুরক্ষা কমিটি’-সংগঠনের অবস্থান কর্মসূচি।

চট্টগ্রাম ব্যুরো: বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘চট্টগ্রাম সুরক্ষা কমিটি’ নামে একটি সংগঠন।

রোববার (১৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সমিতি ঢাকার আহ্বায়ক এম এ হাশেম রাজু, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা হুমায়ুন কবির, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, সাইদুল ইসলাম রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপ দফতর সম্পাদক নাফিজ শাহ, মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, যুবদল নেতা মো. খলিল।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আমরা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে নই। তবে যেটা চালানোর সক্ষমতা আমাদের দেশের আছে সেটা বিদেশিদের কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলে জানিয়েছেন। আবার হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলাম, সমমনা ১২দল, বিভিন্ন সংগঠন বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। তাহলে দেশের সব রাজনৈতিক দল, জুলাইয়ের সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা না বলে সরকার এভাবে সিদ্ধান্ত নিতে পারে না।’

বিজ্ঞাপন

এছাড়া চট্টগ্রাম বন্দরে আওয়ামী লীগের আমলের সকল সিন্ডিকেট ভাঙতে সকলকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা।

সারাবাংলা/আরডি/এনজে

অবস্থান কর্মসূচি ইজারা চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠান