Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকার মোজাম্বিকে আইএস’র হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৯:১৫

নাইয়াসা অভয়ারণ্য, মোজাম্বিক।

আফ্রিকার অন্যতম বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষিত এলাকা নাইয়াসা অভয়ারণ্যে ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কিত জঙ্গিদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। সহিংসতার ফলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক দশকের সংরক্ষণ কার্যক্রম বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। রোববার (১৮ মে) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত ২৯ এপ্রিল, নাইয়াসা অভয়ারণ্যে একটি ভবনে হামলা চালিয়ে দুইজন অ্যান্টি-পোচিং স্কাউটকে হত্যা করে জঙ্গিরা। হামলার পর থেকে আরও দুই স্কাউট নিখোঁজ এবং একজন গুরুতর আহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট-মোজাম্বিক। এর ১০ দিন আগেও একটি নিকটবর্তী সাফারি ক্যাম্পে হামলায় দুই ব্যক্তিকে শিরশ্ছেদ করা হয় এবং ছয়জন সেনা নিহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় সংস্থা ও সংরক্ষণকর্মীরা জানিয়েছেন, সহিংসতার ফলে একটি গ্রাম থেকে প্রায় দুই হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পুরো নাইয়াসা অভয়ারণ্যে সংরক্ষণ কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

নাইয়াসা কার্নিভোর প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক কলিন বেগ বলেন, ‘এই ধরণের হামলার সবচেয়ে ভয়ানক দিক হলো ভয় সৃষ্টি করা, যা জঙ্গিদের উদ্দেশ্য। সাফারি ক্যাম্পে দুইজন কাঠমিস্ত্রীকে শিরশ্ছেদ করা হয়েছে, এটি একটি নির্মম বার্তা। স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।’

বেগ আরও বলেন, সহিংসতার কারণে পর্যটন কার্যক্রম বন্ধ হওয়ায় আগামী কয়েক বছর এই অঞ্চলের অর্থনীতি এবং সংরক্ষণ প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

নাইয়াসা রিজার্ভের আয়তন ৪২ লাখ হেক্টর, যা সুইজারল্যান্ডের সমান। এখানে প্রায় এক হাজার সিংহ, ৩৫০টি সংকটাপন্ন আফ্রিকান বন্য কুকুর এবং বহু হাতি, মহিষসহ গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী রয়েছে। এই অঞ্চলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণার চেষ্টা চলছিল, যা এখন হুমকির মুখে।

বিজ্ঞাপন

২০১৭ সালে আইএস-মোজাম্বিকের উত্থানের পর থেকে দেশটির উত্তরাঞ্চলে সহিংসতা বাড়তে থাকে এবং এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যদিও শহর পালমায় এক বিধ্বংসী হামলার পর টোটালএনার্জিসের গ্যাস প্রকল্প স্থগিত করা হয় এবং সরকার জঙ্গি দমনে অভিযান চালায়, তবে জঙ্গিরা এখনো সক্রিয়।

সাম্প্রতিক হামলার পর নাইয়াসার অন্তত নয়টি সংরক্ষণ ও সাফারি ক্যাম্প পরিত্যক্ত হয়েছে, যার মধ্যে একটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। বেগ বলেন, ‘শান্তি ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি। মানুষ যদি নিরাপদ না থাকে, তাহলে তারা মধু সংগ্রহ করতে পারবে না, খেতে যেতে পারবে না, ফসল তুলতে পারবে না, সংরক্ষণকর্মীদের পক্ষে কাজ করাও অসম্ভব।’

মোজাম্বিক সেনাবাহিনী এখন আইএস-সম্পর্কিত এই জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে অভিযান চালাচ্ছে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে নাইয়াসা রিজার্ভের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা সংরক্ষণবিদদের।

সারাবাংলা/এনজে

আইএস আফ্রিকা নিহত মোজাম্বিক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর