Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করল ছাত্রদল

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৬:২৯ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৮:০৩

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৮ মে) দুপুর পোনে ৪ টা নাগাদ তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছির। এছাড়া ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতারাও রয়েছেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতা-কর্মীরা সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টর এর পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সমাবেশ শেষে শাহবাগ থানার দিকে রওনা হন।

সারাবাংলা/কেকে/এসডব্লিউ

জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ অবরোধ সাম্য হত্যার বিচারের দাবি