Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, ভাবি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৭:২৫

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই মো. ওসমানকে (৫০) কুপিয়ে হত্যা করেছে বড় ভাই জবিয়ল হক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছকিনা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোবাবার (১৮ মে) দুপুরে নিহতের স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেছেন। এর আগে শনিবার (১৭ মে) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. ওসমান উপজেলা তমরদ্দি ইউনিয়নের জোড়খালি গ্রামের মৃত ইদ্রিস আহমদের ছেলে।

গ্রেফতার ছকিনা বেগম ভাই জবিয়ল হকের স্ত্রী।

নিহতের স্ত্রী পারুল বেগম জানান, জমির বিরোধের জের ধরে তার স্বামী ওসমানের সঙ্গে তার বড় ভাই জবিয়ল হকের বিরোধ চলছিল। রোববার রাতে তার স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। কিছুক্ষণ পর স্বামীর চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন । পরে বাড়ির লোকজন ওসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সে মারা যায়।

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিপন চন্দ্র দাস বলেন, নিহতের পুরুষাঙ্গ ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাবিকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর

কুপিয়ে হত্যা নোয়াখালী ভাইকে কুপিয়ে হত্যা ভাবি গ্রেফতার হাতিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর