Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৭:২৯

নিহত মোহাম্মদ তৈয়ব, ও মো. রবিউল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত তারের স্পর্শে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) সকালে নগরীর চকবাজার থানার এম এম আলী রোডের বশরভিলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মোহাম্মদ তৈয়ব (৫০) ও মো. রবিউল (১৪)।

জানা গেছে, তৈয়ব ওই ভবনের প্রহরী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। আর ওই ভবনের ভাড়াটিয়া রবিউলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে বলেন, ‘রাতে বৃষ্টিতে ভবনের নিচে পানি জমে গিয়েছিল। সকালে সেখানে নামার পর বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম বিদ্যুৎস্পর্শে মৃত্যু মীরসরাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর