Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবারও চলবে এনবিআরে কলমবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৭:০৯ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৯:১৫

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন।

ঢাকা: এনবিআরে সোমবারও (১৯ মে) কলমবিরতি চলবে। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের সুনির্দিষ্ট প্রস্তাব এখনও পাওয়া যায়নি।

রোববার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ কর কমিশনার সানজিদা খানম, উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।

ব্রিফিংয়ে বলা হয়, অর্থ উপদেষ্টা মহোদয় এনবিআর কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে আলোচনায় বসবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোন সুনির্দিষ্ট প্রস্তাব আমরা এখনও পর্যন্ত পাইনি। এমতাবস্থায়, আমাদের কর্মসূচি আগামীকাল সোমবার (১৯ মে) একইভাবে ৯টা থেকে ৩টা পর্যন্ত চলবে। পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা সকলকে জানিয়ে দিবো।

এদিকে, ২০ মে (মঙ্গলবার) সাড়ে ৩টায় অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ে এনবিআর সংস্কার বিষয়ে এনবিআর কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্মানিত করদাতা ও সেবাপ্রার্থীগণের এ আন্দোলনে সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ও রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি, আমরা এটাও জানিয়ে রাখতে চাই, আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করব।

বক্তব্যে আরও বলা হয়, প্রণীত রাজস্ব অধ্যাদেশ বিষয়ে যে রিটটি হয়েছে এর সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এর কোনো সংশ্লিষ্টতা নেই। তবে, এই রিটের অগ্রগতি বিষয়ে আমরা নজর রাখছি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বলা হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোন প্রস্তাব এলে এনবিআর সংস্কার পরিষদ থেকে এনবিআর কর্মকর্তাদের টিম পাঠানো হবে।

এর আগে, এনবিআর বিলুপ্ত করে জারি করা রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে রোববারও (১৮ মে) কলমবিরতি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। গেল কয়েকদিন ধরে সীমিত সময়ের জন্যে এই কলমবিরতি পালন হলেও রোববার (১৮ মে) কলমবিরতি পুরো কর্মদিবস জুড়ে কলমবিরতি পালন করা হয়েছে।

এছাড়া এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের দুই অ্যাসোসিয়েশনকে অকার্যকর ঘোষণা করেছেন। এর আগে একই দাবিতে গত ১৪, ১৫ ও আজ ১৭ মে কলম বিরতি কর্মসূচি পালন করে এনবিআর কর্মকর্তারা।

সারাবাংলা/ইএইচটি/এনজে

এনবিআর কলমবিরতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর