Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল বন্দরে আটকে রয়েছে পণ্য বোঝাই ৩৬ ট্রাক

লোকাল করেস্পন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৭:১৪

ভারতে প্রবেশের অপেক্ষায় পণ্য বোঝাই ৩৬ ট্রাক।

বেনাপোল: নিজেদের ভূখণ্ডের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে প্রক্রিয়াজাত খাদ্য, ফলমূলসহ বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত। এর প্রভাব পড়েছে যশোরের বেনাপোল বন্দরে। এ বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য বোঝাই ৩৬টি বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

রোববার (১৮ মে) পণ্য বোঝাই এসব ট্রাক বন্দরে আটকে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াড়িং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদফতর (ডিজিএফটি)। তবে যে সকল পণ্যের এলসি/টিটি হয়েছে সেগুলো যাতে আমদানি করা যায় সেজন্য কাস্টম ও বন্দর আলোচনা চলছে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, ‘ভারত সরকার স্থলবন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী আমদানির নিষেধাজ্ঞা দেওয়ায় বেনাপোল স্থলবন্দরে ৩৬টি গার্মেন্টস সামগ্রী বোঝাই ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আরও ৬০টি ট্রাক বন্দরের বাইরে অপেক্ষা করছে।’

সারাবাংলা/এসডব্লিউ

আমদানি বন্ধ বেনাপোল বন্দর ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর