Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবে জাতীয় দলে যোগ দিচ্ছেন হামজা-শমিত?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৭:৫৮

শমিত সোম ও হামজা চৌধুরী

জাতীয় দলের হয়ে এক ম্যাচ খেলে গেছেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি এই ফুটবলারের পথ ধরেই বাংলাদেশের হয়ে খেলতে আসছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। তার অভিষেক হতে পারে আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে। আর এই ম্যাচের আগে ৫ জুন আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আসন্ন এই প্রীতি ম্যাচ দিয়েই ঘরের মাঠে দর্শকদের সামনে অভিষেক হতে পারে হামজার। বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ৩১ মে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্পে যোগ দিতে ১ বা ২ জুন দেশে ফিরবেন হামজা। অবশ্য হামজা ফিরলেও শমিত আসবেন তার তিন চারদিন পর। কাজেই বলা যায়, হামজার প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা থাকলেও শমিতের তা নেই। সবকিছু ঠিকঠাক থাকলে ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে তাকে।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশের জার্সি গায়ে ফুটবলে পা ছোঁয়ানোর আগেই অবশ্য তারকা খ্যাতি পেয়েছেন শমিত। হামজার পর তাকে নিয়েও দেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সেটা সুদূর কানাডা থেকেও টের পাচ্ছেন কাভালরি এফসির হয়ে খেলা এই মিডফিল্ডার। তাই গত ৮ মে বাফুফেতে পাঠানো এক ভিডিওতে ভক্তদের এই সমর্থনের জবাবে ধন্যবাদ জানান তিনি।

বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট হওয়া সেই ভিডিওতে সামিত বলেন, ‘হ্যালো সবাইকে, আমি সামিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছি। দারুন এই সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে খেলানোর জন্য এই প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করেছেন। সবাইকে ধন্যবাদ।’

সারাবাংলা/জেটি

বাফুফে সামিত সোম হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর