Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশসহ ৪ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৭:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধি এবং খসড়া ভোটার তালিকা প্রকাশসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করার দাবি জানান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অন্য দুই দাবি হলো- রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে; বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিত করতে একটি রোডম্যাপ প্রনয়ন করতে হবে। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়ে সোমবার (১৯ মে) দুপুর ১২টায় একটি ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন।

মানববন্ধন কর্মসূচিতে রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, ‘রাকসু নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য যে সেই নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ কাজ করতে পারে নাই। রাকসু নির্বাচনের আচরণবিধি এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ অতিক্রম হয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন তা প্রকাশ করতে পারেনি। আমাদের দাবি হচ্ছে রোডম্যাপ অনুযায়ী রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।’

অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানের দাবি জানিয়ে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছর পার হলেও এখনো আবাসন সংকট কাটিয়ে উঠতে পারেনি। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ শিক্ষার্থীকে আবাসিকতার আওতায় আনা হয়েছে। বাকিদের কেন আওতায় আনতে পারেনি সেটার জবাব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিতে অতিদ্রুত একটি রোডম্যাপ প্রনয়ন করতে হবে। যে রোডম্যাপে উল্লেখ থাকবে বিশ্ববিদ্যালয় কতদিন পূর্ণাঙ্গ আবাসিক হয়ে উঠবে। আর ততদিন যেসব শিক্ষার্থী আবাসিকতার আওয়ায় থাকবে না তাদের আবাসিক ভাতা প্রদান করতে হবে।’

কোনো একটি রাজনৈতিক দল ঢাকা থেকে দলের নির্দেশনায় রাকসুর বিরুদ্ধে দাঁড়িয়েছে মন্তব্য করে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, ‘আমাদের জুলাই আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই রাকসু চালু করার জন্য যখন আমরা রাজপথে দাঁড়ালাম, ঠিক সেই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো একটি রাজনৈতিক দল রাকসুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ঢাকা থেকে দলের নির্দেশনায় সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা রাকসুর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকের মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন হবে কি হবে না সেই সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে, ঢাকা থেকে নয়। রাকসুর সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কোনো রাজনৈতিক দল নয়।

বিজ্ঞাপন

কর্মসূচিটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব, ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক মাহমুদ, মতিহার হল ছাত্রশিবিরের সভাপতি তাজুল ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু জোবাইর।

সারাবাংলা/এনজে

রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর