Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টকশোতে অশ্লীল শব্দচয়ন, উপস্থাপিকা তমা রশিদকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৮:১৮ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৯:১৫

উপস্থাপিকা তমা রশিদ।

ঢাকা: ইউটিউবভিত্তিক চ্যানেল ‘ফ্ল্যাশটক’-এর টকশোতে অশ্লীল শব্দচয়ন করায় উপস্থাপিকা তমা রশিদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৮ মে) তিন আইনজীবীর পরামর্শক্রমে অনৈতিক ও রুচিহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব। বাকি দুজন হলেন- অ্যাডভোকেট মো. জোবায়ের আল মামুন অনিম ও ফিরোজ হাওলাদার।

নোটিশে বলা হয়েছে, ‘ইউটিউব চ্যানেল ফ্ল্যাশটকের বিনোদনমূলক টকশোতে অভিনেতা-অভিনেত্রীসহ টিকটকারদের বিভিন্ন সময় ইন্টারভিউ করা হয়। এসব অনুষ্ঠানে আকারে-ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন তমা রশিদ। পরে এসব ইন্টারভিউ ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবার-সমাজে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। একই সঙ্গে সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে; যার সুদূরপ্রসারী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।’

নোটিশে আরও বলা হয়, ‘তাই নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে সব কনটেন্ট ও ভিডিও অপসারণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ, নৈতিকতা বিবর্জিত ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কোনো ধরনের কন্টেন্ট ও ভিডিও নির্মাণ থেকে বিরত থাকবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অগ্রসর হবো।’

সারাবাংলা/আরএম/এনজে

আইনি নোটিশ উপস্থাপিকা তমা রশিদ