Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৮:২৭

কদমতলী ও সাভার এলাকায় বায়ু দূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান।

ঢাকা: পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট বায়ু দূষণের ঘটনায় আজ অভিযান পরিচালনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

রোববার (১৮ মে) এই অভিযান চালানো হয়। কদমতলী ও সাভার এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন এবং টায়ার পাইরোলাইসিসের মাধ্যমে বায়ু দূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে ৩টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে নওগাঁ ও খিলগাঁও এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া, মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ৫টি মামলা করা হয় এবং ১০,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদফতর ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

পরিবেশ অধিদফতর বায়ু দূষণ মোবাইল কোর্ট অভিযান