ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তারা হত্যার সুষ্ঠু বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দেয় ছাত্রদল।
রোববার ( ১৮ মে) রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় ছাত্রদলের ডাকে শাহবাগ অবরোধ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ- পূর্ব-পশ্চিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এতে বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শাহবাগ অবরোধ থাকে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছে। সাম্যকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই দায় মেনে নিয়ে উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সাম্যর ভাই সৈকত ভাইয়ের থেকে জানতে পেরেছি প্রথমে সাম্য হত্যাকারীদের মধ্যে দুইজনকে জনতা পুলিশের কাছে দিলেও পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছিল। এফ রহমান হল কেন্দ্রিক বিভিন্ন বিষয় এবং অপরাপর বিভিন্ন বিষয় থাকতে পারে। প্রত্যক্ষদর্শীর বয়ানে স্পষ্ট হয় এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে। তাই আমরা সাম্যর প্রকৃত খুনিদের বিচারের দাবি জানাচ্ছি।’
এ সময় তিনি তাদের দাবি না মানলে যমুনা ঘেরাও করবেন বলেও হুঁশিয়ারি দেন।
সমাবেশ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি। আপনারা দেখেছেন সাম্য হত্যাকাণ্ডের কিছুক্ষণ পর সাম্যর শোকে বিহ্বল বন্ধুরা যখন উপাচার্যের সঙ্গে কথা বলে তখন উপাচার্য তাদের সঙ্গে হৃদয়বিদারক আচরণ করেছেন।