Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ইউজিসির সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৮:৫৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ছবি: সারাবাংলা

ঢাকা: নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (https://ngstu.ac) নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে অবৈধ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ বিষয়টিতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বিশ্ববিদালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রোববার (১৮ মে) ইউজিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৩ সালে অনুমোদন পাওয়া এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ কোনো প্রশাসনিক বা অ্যাকাডেমিক কার্যক্রম এখনো শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র https://ngstu.ac নামের একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সেখানে ভুয়া তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালানোর চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওয়েবসাইটটিতে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ছবি।

ভুয়া তথ্য বিভ্রান্ত হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা ভর্তি সংক্রান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করছে ইউজিসি।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভুয়া ওয়েবসাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর