Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্য’র হত্যাকারীদের ধরতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেব: সাম্য’র ভাই

ঢাবি করেস্পন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৯:০৮ | আপডেট: ১৮ মে ২০২৫ ২০:৪৫

শাহবাগে সাম্য হত্যার বিচার চেয়ে এক সমাবেশে এই ঘোষণা দেন সাম্য’র বড় ভাই শরিফুল আলম সৈকত।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য’র প্রকৃত হত্যাকারীদের ধরতে পারলে পুলিশকে পাঁচ লাখ টাকা উপহার দেবে বলে ঘোষণা করেছেন সাম্য’র বড় ভাই শরিফুল আলম সৈকত। এ হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতারের ঘটনায় পুলিশকে সরকারের এক লাখ টাকা পুরস্কার ঘোষণার ইস্যু টেনে তিনি এ ঘোষণা দেন।

রোববার (১৮ মে) রাজধানী শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আহ্বানে শাহবাগে সাম্য হত্যার বিচার চেয়ে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এ ঘোষণার আগে তিনি বলেন, ‘ঘটনার সময় তাৎক্ষণিকভাবে সাধারণ জনতা দুইজনকে আটক করে পুলিশের কাছে নিয়ে গেলে তার চার ঘণ্টা পরে কেন এই দুইজনকে হাসপাতাল থেকে গ্রেফতার দেখানো হয়েছে? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাধারণ জনগণ তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। পুলিশের উপর কি কোনো চাপ ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার?’

তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাইয়ের দোষ থাকলে সেটা উঠে আসবে। আমার ভাইকে নিয়ে গুনকীর্তন করলে হয়ত বাড়াবাড়ি মনে হবে। কিন্তু আমি বুকে হাত রেখে বলতে পারি আমার ভাইকে নিয়ে কখনো আমাদের পারিবারিক সালিশে বসতে হয়নি,কখনো কোনো ফৌজদারি মামলা বইতে হয়নি। এখন ফেসবুকে দেখি অনেকে এই ঘটনাকে ঘিরে নানারকম কথা বলছেন। আমার ছোট ভাইয়ের চরিত্র হননের চেষ্টা করছেন। তাদেরকে সতর্ক করে দিতে চাই, একদিন তোমাদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে। দল-মত নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করে তোলার জন্য সকলকেই সচেষ্ট হতে হবে।’

সারাবাংলা/কেকে/এসডব্লিউ

সাম্য হত্যার বিচার