Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-স্পোর্টসের উন্নয়নে ইনফিনিক্স ও পাবজি মোবাইলের নতুন উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৯:৩৫

ঢাকা: তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ২০২৫ সালের পাবজি মোবাইল জাতীয় প্রতিযোগিতা (পিএমএনসি) বাংলাদেশ আসরের গেমিং ফোন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।

গত ৮ থেকে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিত পিএমএনসি ২০২৫-এর চূড়ান্ত পর্বে দেশের শীর্ষস্থানীয় ১৬টি দল অংশগ্রহণ করে। সেখানে বিজয়ী হয়ে ১০ লাখ টাকা পুরস্কার জিতে নিতে দলগুলোর মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এবং ২০২৫ সালের ‘পিএমএসএল সিএসএ স্প্রিং’ আসরে অংশগ্রহণের টিকিট।

বিজ্ঞাপন

রোববার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহযোগিতার মাধ্যমে ইনফিনিক্স প্রযুক্তিনির্ভর প্রচারণা, লাইভস্ট্রিম কাভারেজ এবং বাংলাদেশের গেমিংপ্রেমীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতাটিকে সমর্থন করেছে। এর মাধ্যমে ইনফিনিক্সের জেন-জি প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং মোবাইল গেমারদের প্যাশনকে উদ্দীপ্ত করার জন্য অত্যাধুনিক ডিভাইস সরবরাহ করার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি ইনফিনিক্সের বৃহত্তর দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন, যা বাংলাদেশের দ্রুত বর্ধমান গেমিং ইকোসিস্টেমে একটি প্রধান অংশ হতে চায়। পিএমএনসি-এর মতো বিখ্যাত প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়ে, ইনফিনিক্স তার গেমিং-ফোকাসড স্মার্টফোনের শক্তি প্রদর্শন করছে যেগুলো মসৃণ গেমপ্লে, রেসপন্সিভ টাচ, দীর্ঘ ব্যাটারি জীবন, এবং উন্নত কুলিং সুবিধা প্রদান করে। পাশাপাশি, এটি তরুণ ই-স্পোর্টস প্রতিভাদের স্বপ্নের বাস্তবায়নে সহায়ক হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিএমএনসি ২০২৫ এর চূড়ান্ত পর্বের সমাপ্তিতে, এ১ ইস্পোর্টস জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। তারা ‘পিএমএসএল সিএসএ স্প্রিং ২০২৫’-এ অংশগ্রহণের টিকিট নিশ্চিত করেছে এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।
এই উদ্যোগের মাধ্যমে ইনফিনিক্স তার যুব সংস্কৃতি, উদ্ভাবন, এবং মোবাইল গেমিং এক্সিলেন্সের প্রতি তার প্রতিশ্রুতি দৃঢ় করেছে। এই পদক্ষেপের মাধ্যমে, ইনফিনিক্স প্রমাণ করেছে যে তারা গেমিং এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে সব সময় শীর্ষস্থানীয় ভূমিকা পালন করতে প্রস্তুত।

সারাবাংলা/ইএইচটি/এনজে

ই স্পোর্টস ইনফিনিক্স পাবজি মোবাইল