Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ১৮ মে ২০২৫ ২০:৪৫

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার সময় বিমানবন্দরে মির্জা আব্বাস।

ঢাকা: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১৮ মে) দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সফরসঙ্গী হয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল।

মির্জা আব্বাস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। সেখানে তিনি ডায়াবেটিস, অর্থপেডিক, নিউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ দেশে ফিরবেন মির্জা আব্বাস।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

চিকিৎসা বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর