Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৯:৫১

দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যানসহ এক সচিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে মামলাটি করেন হারুন অর রশিদ নামের এক ব্যক্তি। শুনানি শেষে বাদীর জবানবন্দি নিয়ে আগামী ২৫ মে আদেশের জন্য রেখেছেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর ও সাবেক সচিব মোখলেছ উর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতেই এমন পদক্ষেপ নেন তারা, যা আইনের পরিপন্থী বলে জানান আইনজীবী হোসেন আলী খান।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক চেয়ারম্যানের নামে মামলা