Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবল ঢেউয়ে ডুবল চুনাপাথর বোঝাই জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২০:০৭

মোংলা বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে নোয়াখালীর ভাসানচর এলাকায় প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে ৮৫০ মেট্রিক টন চুনাপাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এ সময় একটি মাছ ধরার ট্রলার গিয়ে ওই জাহাজে থাকা ১২ জন নাবিককে উদ্ধার করেছে। জাহাজটি চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে যাচ্ছিল বলে জানা গেছে।

রোববার (১৮ মে) বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরে ভাসানচরের কাছাকাছি ওসমান-৩ লাল চিহ্নিত বয়া অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এমভি ইয়া এলাহি নামের জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স জাগুয়া ট্রেডার্সের মালিকানাধীন বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সবুর খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাগরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশে ফাটল দেখা দেয়। এ সময় জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে থাকলে একটি মাছ ধরার ট্রলার গিয়ে ১২ জন নাবিককে উদ্ধার করে।

এদিকে, বিআইডব্লিউটিএ সাগরে দুর্ঘটনাকবলিত স্থানটি চিহ্নিত করার কাজ শুরু করেছে যাতে অন্যান্য জাহাজ ওই এলাকা সতর্কতার সঙ্গে অতিক্রম করতে পারে।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

চুনাপাথর বোঝাই জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর