Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি, তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২০:০৮ | আপডেট: ১৮ মে ২০২৫ ২২:২৬

পলাতক জুয়েল খান

যশোর: যশোরের আদালত চত্বর থেকে জুয়েল খান নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৮ মে) বিকেল তিনটার দিকে আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় পালিয়ে যায় ওই আসামি। এসময় তার হাতে হ্যান্ডকাপ ছিলো কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ হেফাজত থেকে পালানো যুবক জুয়েল খান মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে। সে একটি হত্যা মামলার আসামি।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বাঘারপাড়া থানার একটি হত্যা মামলায় ২০২১ সাল থেকে জুয়েল কারাগারে বন্দি ছিলেন। ইজিবাইক চালককে খুন করে তার বাইক লুটের ঘটনায় এই মামলাটি দায়ের হয়। রোববার বিচারাধীন ওই মামলায় যুক্তিতর্কে উপস্থাপনের ধার্য দিন থাকায় তাকে আদালতে পাঠানো হয়েছিল।

যশোর আদালতের পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন জানান, আসামিদের হাজতখানায় নেওয়ার জন্য আদালত থেকে বের করে আনার সময় কৌশলে পালিয়ে যায় জুয়েল।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর