Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২০:১৮ | আপডেট: ১৯ মে ২০২৫ ০০:২৯

আইনি নোটিশ। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধসহ ১৪ দলীয় জোটের সব দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ১৪ দলীয় জোটের প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও বাকি দলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় এ নোটিশ পাঠানো হয়।

রোববার (১৮ মে) লক্ষ্মীপুরের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। এতে প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদবিষয়ক সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বিবাদী করা হয়।

বিজ্ঞাপন

শরিকরা হলো- জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র।

নোটিশে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট শাসনের সহযোগী ছিল ১৪ দল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই দলগুলোর কেন নয়? তাই এ বিষয়ে কার্যক্রর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।

হোসাইন মোহাম্মদ আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন নিপীড়ন একা একা চালায়নি। ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সেসব দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএম/পিটিএম

১৪ দল আইনি নোটিশ কার্যক্রম নিষিদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর