Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আইএসপিএবি’র নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২০:৫৭ | আপডেট: ১৯ মে ২০২৫ ০১:৩১

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারীর (অব.) সঙ্গে আইএসপিএবি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারীর (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর নবনির্বাচিত কমিটি।

রোববার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আইসিপিএবির নবনির্বাচিত কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার আইএসপিএবি এর ২০২৫-২০২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য ক্যাটাগরিতে সংখ্যাগরিষ্ঠতা পায় ‘আইএসপি ইউনাইটেড’ নামের প্যানেল। এই প্যানেলের নেতৃত্বে ছিলন আইএসপিএবির সাবেক সভাপতি ও আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম। তার প্যানেল থেকে নয় সদস্যের মধ্যে আটজনই নির্বাচিত হন। এই প্যানেল থেকেই নির্বাচিত হয়েছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।

রোববার বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির ১১ সদস্য। তারা হলেন- মোহাম্মদ আমিনুল হাকিম, সাইফুল ইসলাম সিদ্দিক, নাজমুল করিম ভূঁঞা, মো. মিঠু হাওলাদার, মঈন উদ্দিন আহমেদ, নেয়ামুল হক খান, রাশেদুর রহমান রাজন, মাহবুব আলম, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন ও মো. জুবায়ের ইসলাম।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে বিটিআরসি প্রাঙ্গণের দু’দিনব্যাপী প্রযুক্তি মেলা পরিদর্শন আইএসপিএবি’র নবনির্বাচিত কমিটির। ছবি: সারাবাংলা

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে বিটিআরসি প্রাঙ্গণের দু’দিনব্যাপী প্রযুক্তি মেলা পরিদর্শন আইএসপিএবি’র নবনির্বাচিত কমিটির। ছবি: সারাবাংলা

বৈঠক সূত্রে জানা যায়, নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান মানসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিতের অহ্বান জানিয়েছেন। দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট শিল্প নিয়েও বৈঠকে খোলামোলা আলোচনা হয়েছে। নতুন নীতিমালায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবাসায়ীদের দাবির প্রতিফলন থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

এদিকে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে রাজধানীর বিটিআরসি প্রাঙ্গণে আয়োজিত দু’দিনব্যাপী প্রযুক্তি মেলা পরিদর্শন করেছেন আইএসপিএবির নবনির্বাচিত কমিটির সদস্যরা। এদিন সকালে বিটিআরসি প্রাঙ্গণে আয়োজিত এই মেলা পরিদর্শন করেন তারা। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি নতুন প্রযুক্তি সম্পর্কেও ধারণা নেন কেউ কেউ। ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সেদিন এই সংগঠনটির সদস্যরা সেভাবে মেলায় অংশ নিতে পারেননি। ফলে নির্বাচিত হওয়ার পরের দিনই তারা বিটিআরসি প্রাঙ্গেণে আয়োজিত ওই মেলা পরির্দশনে যান।

শনিবার শুরু হওয়া এই মেলা রোববার শেষ হয়েছে। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের সরকারি ও বেসরকারি ৩১টি স্টল তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করে। সেখানে নরসিংদী সাইন্স অ্যান্ড রোবটিক্স ল্যাবের উদ্ভাবিত একটি ড্রোন সবার নজর কাড়ে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১২টি বাণিজ্যিক ড্রোন তৈরি করছে ও তাদের দু’টি কৃষি ড্রোন তৈরির কাজ চলমান রয়েছে। এছাড়া, রোবটিক হাত তৈরির একটি প্রতিষ্ঠানের স্টলও সবার নজর কাড়ে। আইএসপিএবির নেতারাও এসব স্টল পরির্দশন করেন। বিটিআরসি প্রাঙ্গণের ৩৬ জুলাই কর্নারেও সময় কাটান আইএসপিএবির নব নির্বাচিত কমিটির নেতারা।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আইএসপিএবি টপ নিউজ নবনির্বাচিত কমিটি বিটিআরসি চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর