নওগাঁ: নওগাঁয় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সোহেল রানা নামে এক মোটরসাইকেল মেকানিকের নিহত হয়েছে। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।
রোববার (১৮ মে) বিকেলে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসীন্দা।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তাৎক্ষণিক চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।