Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রমিকরা ভিক্ষা চাইতে আসেননি, তাদের দাবি মেনে নিন’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২৩:২৭ | আপডেট: ১৯ মে ২০২৫ ০০:২৮

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শ্রমিকরা ভিক্ষা চাইতে আসেননি, অবিলম্বে তাদের দাবি মেনে নিন। এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা মেনে নেওয়া হবে না।

রোববার (১৮ মে) বিকেল ৩টায় গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের আটটি পোশাক কারখানা শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দাবি না মানলে তিনিও ঈদ করবেন শ্রমিকদের সঙ্গে। কারণ, শ্রমিকরা ভিক্ষা চাইতে আসেননি। তারা ন্যায্য অধিকার নিয়ে এসেছেন।’ তিনি আন্দোলনের সংবাদ প্রকাশ না করায় গণমাধ্যমের সমালোচনা করেন।

তিনি আরও বলেন, ‘শ্রমিকরা বিভিন্ন বৈষম্যের শিকার। অথচ জুলাই গণঅভ্যুত্থানে তাদের অনেকে শহিদ ও আহত হয়েছেন।’ এ ব্যাপারে সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘এমন দৃষ্টিভঙ্গিতে শ্রমিকরা প্রতিরোধ করবে। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। ঈদের আগে সমাধান না করলে রাষ্ট্র দায়ী থাকবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই ঘোষণাপত্রে শ্রমিকদের ত্যাগের কথা উল্লেখ করার আহ্বান জানান এবং শ্রমিকদের অধিকার আদায়ে রাষ্ট্রের যেকোনো জায়গায় যাওয়া লাগলে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

বকেয়া বেতন, ঈদ বোনাস, নোটিশ পে ও সার্ভিস বেনিফিটসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের এ আন্দোলনে সংহতি জানান সিপিবি, এনসিপি, এবি পার্টিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর