Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ
মেয়ের পর মায়ের মৃত্যু, বাবাসহ ২ কন্যার অবস্থাও আশঙ্কাজনক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ০২:১৩

গ্যাস লিকেজ বিস্ফোরণ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় সন্তানের পর মারা গেলেন মা মানসুরা আক্তার (২৮)।

রোববার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে বেলা ৩টার দিকে মারা যায় তার চার বছর বয়সী মেয়ে তানজিলা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মানুসরার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল। সেইসঙ্গে শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে। সেখানেই রাতে মারা গেছেন তিনি।

ডা. শাওন জানান, বর্তমানে তোফাজ্জল ৮০ শতাংশ, মেয়ে তানিশা ৩০শতাংশ ও মিথিলার ৬০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের সবার অবস্থা আশংকাজনক।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে আফতাবনগরে দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিন তলা বাসার নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন মানসুরা আক্তার (২৮), স্বামী তোফাজ্জল হোসেন (৩২), তিন মেয়ে তানিশা (১১), মিথিলা (৮) ও তানজিলা (৪)।

মানসুরার মেয়ের জামাই মো. রিপন জানান, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে খোঁড়াখুঁড়ির কাজের সময় গ্যাসলাইন লিকেজ হয়। পরে সেখান থেকে গ্যাস বের হতে থাকে। ঘটনার দিন সকালে বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হয়। তবে তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে সেদিন রাতে যখন বাসায় মশার কয়েল জ্বালাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ হয়। এতে পরিবারটির পাঁচ জন দগ্ধ হন।

তোফাজ্জল পেশায় একজন দিনমজুর। চার কন্যা সন্তানের জনক তিনি। ঘটনাটিতে স্বামী-স্ত্রীসহ তার ছোট তিন মেয়েই দগ্ধ হয়েছে। স্বামীর বাড়িতে থাকায় ভাগ্যক্রমে আগুনের হাত থেকে বেঁচে গেছেন বড় মেয়ে। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

গ্যাস লিকেজ টপ নিউজ বিস্ফোরণ মা মৃত্যু মেয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর