প্রায় ৬ মাস পর ক্রিকেটে ফিরেছেন তিনি। সাকিব আল হাসানের খেলায় ফেরা নিয়ে ভক্তদের ছিল বাড়তি উন্মাদনা। সাকিব অবশ্য নিজের ফেরার ম্যাচে একেবারেই ব্যর্থ। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে গোল্ডেন ডাক মেরেছেন সাকিব, বল হাতে পাননি কোনো উইকেটও। তবে নিজে ব্যর্থ হলেও পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে প্লে-অফে পৌঁছে গেছে সাকিবের দল।
টুর্নামেন্টের একদম শেষ প্রান্তে সাকিবকে দলে ভিড়িয়েছিল লাহোর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। গত ৬ মাসে বোলিং নিষেধাজ্ঞার কারণে মাঠে নামা হয়নি তার।
ব্যাটিংয়ে নেমে অবশ্য প্রথম বলেই আউট হয়েছেন সাকিব। সাকিব অবশ্য খেলেছেন দুই বল। পেশোয়ারের পেসার দানিয়েলের প্রথম বলটা হয় ওয়াইড। দ্বিতীয় বলে র্যাম্প শট খেলতে গিয়ে বোল্ড হন সাকিব।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও আলো ছড়াতে পারেননি তিনি। ২ ওভার বল করে ১৮ রান দিয়েছেন সাকিব। নিজের প্রথম ওভারে তিনি দিয়েছিলেন মাত্র ৫ রান। পরের ওভারে এসে দানিয়েলের কাছে দুই ছক্কা হজম করে দিয়েছেন ১৩ রান। দুই ওভারে কোনো উইকেটের দেখা পাননি তিনি।
সাকিব ব্যর্থ হলেও জয়ের মুখ দেখেছে লাহোর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পেশোয়ারকে ২৬ রানে হারিয়ে প্লে-অফে পৌঁছে গেল লাহোর। সাকিবকে তাই আরও কয়েক ম্যাচের জন্য দেখা যেতে পারে লাহোরের জার্সি গায়ে।