Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ০৯:৪৪ | আপডেট: ১৯ মে ২০২৫ ০৯:৫০

গুলিবিদ্ধ আহত যুবক।

সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

সোমবার (১৯ মে) সকালে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য বহন করে আনার জন্য সামসুলসহ ৪/৫জন প্রবেশ করে। এ সময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হক বাম হাতে দুটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ সামসুল হকের সঙ্গে থাকা অন্যান্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সামসুল হকের পরিবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গুলিবিদ্ধ শামসুল হককে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি’র দায়িত্বশীলরা মিডিয়া গ্রুপে সকাল সাড়ে ৮টায় বার্তা দিয়ে জানিয়েছেন, তারা বিস্তারিত খোঁজ খবর নিয়ে এ বিষয়ে পরে জানাবেন।

সারাবাংলা/এসডব্লিউ

বিএসএফ'র গুলিতে যুবক আহত