Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ০৯:৫৬

আটক আসামি।

ফরিদপুর: ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান ও জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টে পাঁচজন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে।

রোববার (১৮ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতিম মন্ডল ও মোসা. জান্নাতুল সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটকদের দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু এবং তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৭.৫ গ্রাম হেরোইনসহ মাদক বেচাকেনার নগদ অর্থ ২১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, ফরিদপুরের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা জানান, বিকেলে ফরিদপুর শহরের টেপাখোলা নদী বন্দর এলাকার আলম শেখ এর বসতবাড়ীর পাশে বিশেষ অভিযানে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন ও মাদক রাখার দায়ে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় সুজন ফকির নমের এক আসামির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। গাঁজা সেবনের সময় তার কাছ থেকে প্রাপ্ত নগদ ২১,৫০০ টাকা জব্দ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এবং ওই ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গাঁজা সেবনের দায়ে তানভির আহমেদকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মতি শেখকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এর আগে, সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয় ফরিদপুর এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- মিলনী এবং আশা শেখ। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

অভিযান মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মাদক ব্যবসায়ী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর