টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ তাকে দলে নিয়ে আলোচনার জন্ম দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বের শেষভাগে দিল্লির হয়ে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচে ভালো বোলিং করা মোস্তাফিজের দলও হেরেছে বড় ব্যবধানে। ১৯৯ রান করেও গুজরাট টাইটানসের কাছে ১০ উইকেটে হেরেছে দিল্লি।
৬ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল দিল্লি। গত ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০ খেলেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন মোস্তাফিজ। ৩ ম্যাচের জন্য ছাড়পত্র পাওয়া মোস্তাফিজ একাদশে জায়গা পেয়েছেন প্রথম ম্যাচেই।
অরুন জেটলি স্টেডিয়ামে বোলিংয়ে নেমে দলের অন্য বোলারদের তুলনায় ভালো করেছেন মোস্তাফিজ। ওভারপ্রতি রানও দিয়েছেন সবার চেয়ে কম। ৩ ওভারে মোস্তাফিজ দিয়েছেন ২৪ রান, ওভারপ্রতি রান দিয়েছেন ৯ এরও নিচে।
ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারে দিয়েছেন ৬ রান। দ্বিতীয় ওভারে মোস্তাফিজ দিয়েছেন ৭ রান।
নিজের শেষ ওভারে একটু খরুচে ছিলেন মোস্তাফিজ। শেষ ওভারে ১১ রান দেয়ায় সব মিলিয়ে ৩ ওভারে ২৪ রান দেন মোস্তাফিজ। এই সময়ে মোস্তাফিজ কোনো উইকেটের দেখা পাননি।
শেষ পর্যন্ত এই ম্যাচে লোকেশ রাহুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ১০ উইকেটের বড় জয় পেয়েছে গুজরাট। এই হারের পরেও বেঁচে থাকল দিল্লির প্লে-অফে খেলার স্বপ্ন।