Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত ফারিয়াকে জেলে রাখার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১০:৫২ | আপডেট: ১৯ মে ২০২৫ ১১:২৭

নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় হওয়া হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে রাখার আবেদন করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া।

এদিন সকাল ৯টার দিকে ভাটারা থানা থেকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে পুলিশ। তিনি আদালতের হাজতখানায় রয়েছেন। শুনানির সময় এজলাসে তোলা হবে।

আদালতে নুসরাত ফারিয়া।

এর আগে, রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তার রিমান্ড চাওয়া হবে।

জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়।

সারাবাংলা/আরএম/ইআ

নুসরাত ফারিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর