Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে ভারত?

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫ ১১:১২ | আপডেট: ১৯ মে ২০২৫ ১১:১৯

এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবটা বেশ ভালোভাবেই পড়েছিল দুই দেশের ক্রিকেটে। আইপিএল, পিএসএল দুই টুর্নামেন্টই সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল গত মাসের সেই সংঘাতে। এবার আসন্ন এশিয়া কাপ নিয়েই দেখা দিয়েছে বড় শঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যম বলছেন, এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে চাইছে স্বাগতিক ভারত!

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী মাসে শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ইমার্জিং এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপ থেকে নিজেদের সরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মধ্যে নিজেদের এমন সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-কে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

বিজ্ঞাপন

কিন্তু কী কারণে এমন কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ভারত? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি। নাকভির অধীনে যেকোনো টুর্নামেন্টে অংশ নিতে আপত্তি জানিয়েছে ভারত।

ভারতের এমন সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে আসন্ন এশিয়া কাপ। গতবারও ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড পদ্ধতি টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছিল স্বাগতিক পাকিস্তান। সেবার ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলংকায়।

এবার ভারতের মাটিতে হতে যাওয়া এশিয়া কাপও হাইব্রিড পদ্ধতিতে আয়োজন হওয়ার কথা। পাকিস্তান ভারত সফরে আসবে না, এটা আগেই ঘোষণা দিয়েছিলেন তারা। পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলংকা অথবা আরব আমিরাতে খেলবে বলেই ধারণা করা হচ্ছিল।

শেষ পর্যন্ত ভারত এশিয়া কাপে খেলবে কিনা, সেটা নিশ্চিত হওয়া যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আগামী বৈঠকেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর