Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিতের আদেশ বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৩:৫৩

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থী ৬১ আইনজীবীকে চেম্বার আদালতের দেওয়া জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (১৯ মে) সকালে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

এর আগে, ২২ এপ্রিল জুলাই-আগস্ট আন্দোলনের সময় আইনজীবীদের মারধরসহ হত্যাচেষ্টার মামলায় বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই ৬১ জনের জামিন মঞ্জুর করেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন আসামিরা। পরে ভিন্নমতের আইনজীবীদের এলোপাতাড়ি মারধর করেন। একইসঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও মালামাল লুটে নেন। এছাড়া আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আওয়ামী ঘরানার ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।

সারাবাংলা/আরএম/ইআ

আওয়ামীপন্থী আইনজীবী জামিন স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর