ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবন ‘ব্লকেড’ করেছেন তার সমর্থকরা।
রোববার (১৯ মে) সকাল ১১টার পর থেকে নগরভবনের সামনে এ ব্লকেড কর্মসূচি পালন করতে থাকেন ইশরাকের সমর্থকরা। বিকেল ৩ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
সরেজমিনে দেখা যায়, নগরভবন এবং এর আশপাশের এলাকায় বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা ব্লকেড কর্মসূচি পালন করছেন। এসময় নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, নগর ভবনের ভেতরের গেটে তালা মেরে রাখায় সিটি করপোরেশন এর কর্মকর্তারা আজও ভেতরে ঢুকতে পারছেন না।
নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলেন, আজ সকাল ১১টা থেকে নগরভবন এবং এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত চলবে।
আন্দোলনকারীরা বলেন, জনগণের ভোটে নির্বাচিত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। মেয়র হিসেবে দ্রুত দায়িত্বে আমরা তাকে দেখতে চাই। অবিলম্বে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। শপথ না হওয়া পর্যন্ত দাবী আদায় না করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে আজ ( সোমবার) সকালে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়। এ কারণে আমরা অফিসে ঢুকতে পারিনি। তাই দাপ্তরিক কোনো কাজও আমরা করতে পারছি না।